একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। ইতিমধ্যেই ত্রিপুরার মাটিতে বিরোধী দলের তকমা আদায় করে নিয়েছে তারা। এবার চলছে গোয়া, আসাম ও মেঘালয়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ। আর তাই চলতি মাসেই আসাম, মেঘালয় এবং গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সঙ্গে যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
আগামী ২০ ডিসেম্বর আসামে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন তিনি। পরদিন ২১ ডিসেম্বর সেখান থেকে সড়ক পথে যাবেন শিলং। মেঘালয়ে সম্প্রতি তৃণমূল যথেষ্ট শক্তি বাড়িয়েছে। কংগ্রেসের ১২ জন কাউন্সিলরকে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃণমূলে যোগ দিয়েছেন। মমতা এই প্রথম মেঘালয়ে গিয়ে সেখানকার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। দলীয় সূত্রে খবর একটি জনসভা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আবার, আসাম, মেঘালয় যাওয়ার আগে মুখ্যমন্ত্রী ফের গোয়া যাবেন। ঠিক হয়েছে গোয়া সফরে যাবেন তিনি ১৩ ডিসেম্বর। আর তার আগের দিনই সেখানে পৌঁছে যাবেন অভিষেক। গোয়াতে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচী রয়েছে।
