বুধবারের মতোই বৃহস্পতিবারও ঘন কুয়াশার আস্তরণে ঢেকে গিয়েছে শহর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে, সারাদিনই এহেন কুয়াশার চিত্র দেখা যাবে শহর তথা রাজ্যে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতার সর্বাধিক তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।
এ প্রসঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে কলকাতার তাপমাত্রা। সেই কারণেই এখনই সেভাবে ঠান্ডা পড়বে না। তবে রাতের তাপমাত্রা খুউব ধীরে ধীরে কমবে।’
জানা গিয়েছে, আগামী ১১ ডিসেম্বরের পর থেকেই পারদ পতন হবে। এদিকে ভূতত্ত্ববিদ সুজীব করও জানিয়েছেন, এ বছর শীতের তীব্রতা অনেকটা বেশি থাকবে। কিন্তু, মাঝেমধ্যেই বৃষ্টি নামবে শহর তথা রাজ্যে। তাঁর দাবি, আবারও তৈরি হতে পারে নিম্নচাপ। সেক্ষেত্রে কিছুদিন ঠান্ডার আমেজ ফিকে হবে বলেই দাবি বিশেষজ্ঞদের।
জানা গিয়েছে, আজ সারাদিনই কুয়াশাচ্ছন্ন থাকবে রাজ্যের একাধিক এলাকা। পাশাপাশি, মেঘলা থাকবে শহরের আকাশ। এমনটাই জানিয়েছে আলিপুর। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এদিন। হাওয়া অফিসের জানিয়েছে, বুধবার কলকাতার সর্বাধিক ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ এবং ১৯.৯ (+৪)। বাতাসে আর্দ্রতার সর্বাধিক এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯৭ এবং ৬৯ শতাংশ। ওইদিন বৃষ্টিপাত হয়নি।
তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছর জাঁকিয়ে শীত পড়লেও, মাঝেমধ্যেই বৃষ্টি হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই দু’দিন রাতের তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না বলেই মনে করা হচ্ছে।