বিশৃঙ্খলার অভিযোগে বিরোধী দলের ১২ সাংসদকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। বুধবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সাসপেন্ড হওয়া সেই সাংসদদের পাশে দাঁড়ালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত অনৈতিক এবং অসাংবিধানিক’।
এদিনের বৈঠকের শুরুতেই দলনেত্রী সোনিয়া গান্ধী কৃষক ইস্যু তুলে ধরে বলেন, ‘আন্দোলন চলাকালীন যে ৭০০ জন কৃষক শহীদ হয়েছেন, তাদের যোগ্য সম্মান জানানো উচিত’। সংসদে মৃত কৃষকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে দলকে অনড় থাকার নির্দেশ দেন তিনি।
একইসঙ্গে শীতকালীন অধিবেশনে কংগ্রেসের ৬ সাংসদ সহ রাজ্যসভার মোট ১২ জন সাংসদকে বরখাস্ত করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক বলেই জানান সোনিয়া গান্ধী। বলেন, ‘এটা নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য। সাময়িক বরখাস্ত হওয়া সংসদ সদস্যদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।’
নাগাল্যান্ডের ঘটনা এবং সীমান্ত সমস্যা নিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘আমরা সীমান্ত ইস্যুতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানাই। নাগাল্যান্ডের ঘটনার জন্য সরকারের অনুশোচনা যথেষ্ট নয়। এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়া দরকার’।