সম্প্রতি গুজরাতের আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সুরে বলেছিলেন, ‘ভারতের অর্থনীতিকে ঘিরে ছোট ছোট যে আশা-আকাঙ্খা ছিল, তা আরও ছোট হয়ে গিয়েছে। কারণ, বর্তমানে অর্থনীতির বৃদ্ধির হার আদতে ২০১৯ সালের থেকেও কম। ফলে সামগ্রিক ভাবে এই দেশের নাগরিকরা এক অসহনীয় কষ্ট সইছেন।’ এবার এ নিয়ে তাঁকে আক্রমণ করল গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির নেতাদের বক্তব্য, রাজ্যের বেহাল অর্থনৈতিক অবস্থাকে দেশের বলে চালাচ্ছেন অর্থনীতিবিদ।
তথাগত রায় বলেন, ‘হেডলাইনটাই ভুল রয়েছে। উনি তো বাংলায় ১০ দিন কাটিয়েছেন। গোটা দেশে তো উনি ঘোরেননি। দেশ তো বাংলার থেকে অনেকটাই বড়। সরেজমিনে তো কেবলমাত্র বাংলা ঘুরে দেখেছেন। সেখানে তাঁর মনে হয়েছে, অর্থনৈতিক অবস্থা বেহাল। উনি তো গুজরাত, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, হরিয়ানা ঘোরেননি। বাংলা সম্পর্কে যা পর্যবেক্ষণ তা সারা দেশের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।’ তাঁর পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘বাংলার বাসিন্দা তো উনি। তাহলে বাংলার অর্থনীতিটা উদ্ধার করে দিক না। ভাষণ সবাই দিতে পারে। আসলে নোবেলজয়ীরা রাজনীতি করলে বড্ড দুঃখ লাগে। আর সেটা দেশের জন্যও বিপর্যয়।’
