হেলিকপ্টারের বদলে ট্রেনে চেপেই মালদহে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে খারাপ আবহাওয়ার জের। সূত্র অনুযায়ী, সোমবার দুপুর ২টো ১৫ মিনিটের শতাব্দী এক্সপ্রেসে চড়েই জেলা সফরে যাওয়ার কথা মমতার। সম্ভবত ৭ই ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। এরপর যাবেন রায়গঞ্জে। সেখানেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তার ঠিক পরেরদিন অর্থাৎ ৮ তারিখ মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সমস্ত কাজের খতিয়ান নেবেন। কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে। ৯ তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদীয়ার কৃষ্ণনগরে। জেলাসফরের পর ফের তাঁর গোয়া এবং শিলং যাওয়ারও কথা।
প্রসঙ্গত, হেলিকপ্টারেই জেলাসফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ নেমে এসেছে। আর সে কারণেই হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে মালদহ যাবার কথা ভাবছেন মমতা। সূত্রের খবর, সোমবার দুপুর ২টো ১৫ মিনিটের শতাব্দী এক্সপ্রেসে চড়েই জেলা সফরে যাওয়ার কথা তাঁর। উল্লেখ্য, বর্তমানে ক্রমশ পুরীর দিকে এগোচ্ছে ‘জাওয়াদ’। দুপুরের দিকে পুরীতে আছড়ে পড়ার সম্ভাবনা। তারপর ওড়িশা উপকূল ধরে বাংলায় ‘জাওয়াদ’-এর প্রবেশের কথা। তবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বারবার গতিপথ বদলের ফলে শক্তি হারিয়ে ফেলেছে জাওয়াদ। দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি চললেও, ক্ষয়ক্ষতির বিশেষ আশঙ্কা নেই। তবে এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই বঙ্গবাসীর। রবিবার ছুটির দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বর্ষণ চলবে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবারও বৃষ্টি চলবে। আগামীকাল বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদ। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুর্যোগের জেরে সাগরের মুড়িগঙ্গায় ডুবেছে পণ্যবাহী নৌকা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
