এবার ত্রিপুরা পুরনিবার্চনে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। প্রথমবার ভিনরাজ্যের পুরনির্বাচনে লড়াই করে এখনও পর্যন্ত একটি আসনে জয়লাভ করেছে ঘাসফুল শিবির। একাধিক আসনে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। উল্লেখ্য, ত্রিপুরায় ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সমালোচনায় বিদ্ধ হয়েছিল সে রাজ্যের শাসকদল বিজেপি। উঠেছিল সন্ত্রাসের অভিযোগ। পুনর্গণনার দাবিও জানায় তৃণমূল ও বামফ্রন্ট। তৃণমূল নেতৃত্বের কথায়, প্রতিকূল পরিবেশে নির্বাচন হয়েছে। প্রার্থীদের মারধর করা হয়েছে। তার পরেও তৃণমূল ভাল লড়াই করেছে।
প্রসঙ্গত, রবিবার আগরতলায় ৬টি নগর পঞ্চায়েত এবং ১৩টি পুরসভার ভোটগণনা চলছে। ত্রিস্তরীয় নিরাপত্তাবলয়ে চলছে গণনা। সকালে ১১টা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আমবাসা পুরনিগমে একটি আসনে জয় পেয়েছে তৃণমূল। ১৩ নম্বর ওয়ার্ডে ফুটেছে ঘাসফুল। এমনকী, একাধিক আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। এই পুরনিগমের একটি আসনে জয় পেয়েছে সিপিএমও।আগরতলা পুরসভায় আসন না পেলেও একাধিক ওয়ার্ডে কঠিন টক্কর দিচ্ছে তৃণমূল।