শনিবার গভীর রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল ক্যানিংয়ের যুব তৃণমূল নেতার। মৃতের নাম মহরম শেখ। তিনি স্থানীয় নিকারিঘাটা অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি ছিলেন। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গভীর রাতে মৃত্যু হয়েছে মহরমের। বুকের ডান দিকে গুলি লেগেছিল তৃণমূল নেতার।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে ১ নম্বর ব্লকের সাতমুখী এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কয়েক জন দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ক্যানিং হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় মহরমের।
কে বা কারা কোন উদ্দেশ্যে মহরমের উপর হামলা চালিয়েছে, তা বুঝে উঠতে পারছেন না তাঁর পরিবারের লোকজন ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
ঘটনায় কারা জড়িত সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। যদিও মহরমের উপর আক্রমনের ঘটনা এটাই প্রথম নয়। মাত্র তিন থেকে চার মাস আগেও তাঁর উপর গুলি চালানো হয়। সেই সময়ে তাঁর পায়ে গুলি লাগে। এই ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ করা হয় এবং একজন ধরা পড়েন। পরিবারের সদস্যদের মতে মহরম তৃণমূল কর্মী এবং গ্রাম পঞ্চায়েত সদস্য হওয়ার ফলেই তাঁর উপর বার বার আক্রমন চালানো হয়।