গো’-বৎসল যোগী আদিত্যনাথের রাজ্যে গরুদের অবাধ বিচরণ, এ কথা সকলেরই জানা। বেওয়ারিশ গরুদের জন্য অস্থায়ী ‘গোবংশ আশ্রয়স্থল’ তৈরি হোক বা গরুদের রক্ষণাবেক্ষণের জন্য ‘গো-কল্যাণ সেস’ লাগু, গোমাতার খাতির-যত্নে কোনও ত্রুটিই রাখেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে তাতেই থেমে না থেকে এবার যোগী রাজ্যে গরুদের পরিষেবা দিতে তৈরি হয়েছে ৫১৫ টি অ্যাম্বুলেন্স।
রাজ্যের পশুপালন ও মৎস্য দফতরের মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরি রবিবার জানিয়েছেন, গুরুতর অসুখে ভোগা গরুদের জন্য শীঘ্রই চালু হবে অ্যাম্বুলেন্স পরিষেবা। গরুর অ্যাম্বুলেন্স ডাকার জন্য চালু হবে বিশেষ নম্বর। সেই নম্বরে ফোন করলে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। তাতে থাকবেন একজন পশুচিকিৎসক ও তাঁর দু’জন সহকারী। জানা গিয়েছে, সম্ভবত ডিসেম্বর মাসেই চালু হবে ওই অ্যাম্বুলেন্স পরিষেবা। গরুদের অসুখে পরামর্শ দেওয়ার জন্য লখনউতে থাকবে একটি কল সেন্টার। একইসঙ্গে উত্তরপ্রদেশে আনা হচ্ছে গরুর ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তি। এর ফলে রাজ্যে গরুর দুধ পাওয়া যাবে আরও বেশি পরিমাণে।