রাজ্যে ফের লোকাল ট্রেন চালু হওয়ার পর সপ্তাহের প্রথম দিনেই যাত্রীদের ভোগাল বনগাঁ-শিয়ালদা, দত্তপুকুর-শিয়ালদা সহ ডাউন লাইনের ট্রেনগুলি। বনগাঁ সেকশনের ডাউন শাখায় একাধিক ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে অনেকটাই দেরিতে চলেছে। একাধিক স্টেশনে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় গন্তব্যস্থলে পৌঁছতে সমস্যা হয় যাত্রীদের। ফলে রবিবারের ট্রায়াল রানে পাশ করলেও সোমবার চরম ভোগান্তির শিকার হলেন লোকাল ট্রেনের যাত্রীরা।
জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টার পর থেকে এই সমস্যা আরও প্রকট হয়। যেমন, ৯টা ৪৩ মিনিটে দত্তপুকুর লোকাল প্রায় ঘণ্টাখানেক স্টেশনেই দাঁড়িয়ে ছিল। বনগাঁ লোকালও চলাচলের ক্ষেত্রে বেশি সময় নিয়েছে। নির্দিষ্ট সময়ের পরও অনেক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। ৯টা ৫মিনিট, ১০টা ২৮ মিনিটের বনগাঁ লোকালগুলি একাধিক স্টেশনে দাঁড়িয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগন্যালিংয়ের সমস্যার জন্য ট্রেনগুলি দাঁড়িয়েছিল।
এদিকে, লোকাল ট্রেন চালু হতেই বারাসত স্টেশনে রেলের কামরা অপরিচ্ছন্নের অভিযোগ তুললেন যাত্রীরা। বারাসত থেকে ট্রেন প্লাটফর্মে আসতেই যাত্রীরা ট্রেনে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, আসন ফাঁকা থাকলেও সেখানে বসার উপায় নেই। কারণ বসার আসনগুলি অপরিষ্কার। দীর্ঘদিন ট্রেনটির কোনও রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ তোলেন যাত্রীরা। কোভিড প্রোটোকল মেনে ট্রেন স্যানিটাইজ না করে কেন অপরিচ্ছন্ন ট্রেন চালু করে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।