নামছে পারদ। রাজ্য জুড়ে শীতের আমেজ। পশ্চিমের জেলায় তাপমাত্রা কমায়, বেড়েছে শীতের আমেজ। কলকাতায় আরও ১ ডিগ্রি নেমেছে রাতের তাপমাত্রা। ১৭ ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে শ্রীনিকেতনের তাপমাত্রা। কালীপুজো-ভাইফোঁটা মনোরম আবহাওয়ায় কাটবে, আশ্বাস আবহাওয়া দফতরের।
সকালে আংশিক কুয়াশা বিভিন্ন জেলায়। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের চার জেলায় তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রী সেলসিয়াসের ঘরে ঢুকে পড়েছে। শ্রীনিকেতনে পারদ ১৭° ছুঁল। শুষ্ক আবহাওয়ার শুরু বঙ্গে।
আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া বজায় থাকবে। হেমন্তের পরশে রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় হালকা শীত অনুভূত হবে। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ।
পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। সকালের শীতের আমেজ আরও খানিকটা বাড়ল। এ রকম পরিস্থিতি থাকবে আগামী আরও এক সপ্তাহ। ফলে জগদ্ধাত্রী পুজোয় এ বারে পরতে হতে পারে সোয়েটার।
শ্রীনিকেতন ১৭.৫ ডিগ্রী সেলসিয়াস। পুরুলিয়ায় ১৮.১ ডিগ্রী সেলসিয়াস। পানাগড় ১৮.৩ ডিগ্রী সেলসিয়াস। বাঁকুড়া ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। কলাইকুন্ডায় তাপমাত্রা নেমেছে ১৯.৮ ডিগ্রী সেলসিয়াসে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২-৯০ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শ্রীলঙ্কা, তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে কেরল উপকূলে আরব সাগরের দিকে যাবে। পরে শক্তি বাড়িয়ে মুম্বই ও গুজরাত উপকূলে শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ নভেম্বর উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
নিম্নচাপ ও উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হবে তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আগামী কয়েক দিন প্রবল বৃষ্টি হবে দক্ষিণ ভারতের তামিলনাডু, পুদুচেরী ও করাইকাল এবং কেরলে।
উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ২ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাডু, পুদুচেরী ও করাইকালে। শুক্রবার অন্ধ্রপ্রদেশ এবং রায়ালাসিমাতে থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা। পয়লা নভেম্বর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে যার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে নভেম্বরের প্রথম সপ্তাহে তুষারপাতের সম্ভাবনা।
দার্জিলিঙে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামল। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পর বুধবার থেকে দার্জিলিংয়ের তাপমাত্রা 8 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। শুষ্ক ও শীতল আবহাওয়া। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে বাড়বে কুয়াশার দাপট।
কলকাতায় আজ সোমবার মূলত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে। গত ২৪ ঘণ্টায় আরও এক ডিগ্রি নামল কলকাতার পারদ। সকালের দিকে মনোরম পরিবেশ। এরকমই পরিবেশ থাকবে আগামী এক সপ্তাহ।