পুরোপুরি বিপন্মুক্ত না হলেও আগের থেকে অনেকটাই ভাল আছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, অবস্থা স্থিতিশীল হলেও এখনও বিপন্মুক্ত নয় বলে মনে করছেন ছয় সদস্যের চিকিৎসকের বোর্ড। কম সময়ের ব্যবধানে তাঁর রক্তে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা ভাবাচ্ছে চিকিৎসকদের। এখনও এসএসকেএম হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। অবস্থা অনুকূল বুঝলে চিকিৎসকেরা আজ তাঁর অ্যাঞ্জিওগ্রাম করাতে পারেন বলে হাসপাতাল সূত্রে খবর।
বর্তমানে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে ভর্তি রয়েছেন ৭৫ বছর বয়সী বর্ষীয়ান তৃণমূল নেতা। এখন স্বাভাবিক খাবার খাচ্ছেন। এদিন সকালে নিজেই বিছানায় বসে সেরেছেন প্রাতরাশ। বাইপ্যাপ মঙ্গলবার খুলে দেওয়া হলেও এখনও মন্ত্রীর শারীরিক অবস্থার কারণে মাঝে মাঝেই প্রয়োজন হচ্ছে সেটির। রক্তচাপ স্বাভাবিক রাখতেও চলছে চিকিৎসা। সিওপিডি-র পাশাপাশি কিডনি, হার্ট, রক্তচাপ এবং সুগারের সমস্যাও রয়েছে।
সোমবারই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন পঞ্চায়েতমন্ত্রী। মন্ত্রীর পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। রবিবার তাঁকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার সকালে প্রাতঃরাশের পর হাসপাতালের উডবার্ন ওয়ার্ডেই তিনি প্রবল শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভব করেন। এরপরই পঞ্চায়েতমন্ত্রীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। পঞ্চায়েত মন্ত্রী আচমকা অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ রাজনৈতিক মহলে। বর্ষীয়ান নেতার এই অসুস্থতায় উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পঞ্চায়েত মন্ত্রীর স্ত্রী ছন্দবাণীর থেকে নিয়মিত পঞ্চায়েতমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন তিনি।