দেশে করোনা পর্বের শুরুতে ঘরে ফেরার পথে পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ দেখেছিল গোটা দেশ। তাঁদের দুর্দশা লাঘব করতে অতিমারি পরিস্থিতির মধ্যেই একশো দিনের কাজের পরিধি বাড়িয়ে কাজের ব্যবস্থা করে বাংলার তৃণমূল সরকার। তার পরেও ভিন রাজ্যে যাওয়া বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে পরিযায়ীদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এক দিকে যেমন মুরগির সঙ্গে হাঁসের পোলট্রি থেকে শুরু করে তাঁত বা পাওয়ার লুম বাড়ানোর দিকগুলি খতিয়ে দেখতে বলেন প্রশাসনিক কর্তাদের, অন্য দিকে পরিযায়ীদের বোঝাতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকেও কাজে লাগাতে বলেন। কর্মসংস্থানের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীতে ছেলেদেরও জায়গা দিতে বলেন তিনি। মুখ্যমন্ত্রী কথায়, যে তরুণ ও যুবকেরা খুব বেশি দূর পড়াশোনা করেননি, অথচ ভিনরাজ্যে কাজ করতে যাচ্ছেন, তাঁদের এই ভাবে রাজ্যেই জায়গা দেওয়া হোক।
মমতার কথায়, ‘অনেক তরুণ আছেন, যাঁরা বাইরে নির্মাণ কাজ করতে চলে যাচ্ছেন। মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার থেকে। তাঁদের রাজ্যেই কাজ করতে বলুন। ওখানে থাকার ভাড়া, খাওয়ার খরচ, জীবনের ঝুঁকি আছে। এখানে নেই। এখানে রেশন, পড়াশোনা, স্বাস্থ্য নিখরচায়। ছেলেমেয়েদের ভবিষ্যৎ এখান থেকেই হবে।’