বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে দেশে এক নাগাড়ে বেড়েই চলেছে জ্বালানির দাম। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এবার পুজোর আগে আরও মহার্ঘ হল পেট্রোল-ডিজেল। এই নিয়ে টানা ৫ দিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। শনিবার কলকাতায় ২৯ পয়সা বাড়ল পেট্রোলের দাম। ৩৫ পয়সা বাড়ল ডিজেলের দাম।
প্রসঙ্গত, পাঁচ রাজ্যের ভোটের পর পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। দেশের অধিকাংশ শহরেই এখন পেট্রোল বিকোচ্ছে একশো টাকার উপরে। খুব পিছিয়ে নেই ডিজেলও। এরই মধ্যে গত ৫ তারিখ থেকে ফের লাগাতার বেড়ে চলেছে জ্বালানির মূল্য। এর আগে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর— পরপর চারদিন বেড়েছিল জ্বালানির দাম। লাগাতার এইভাবে জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। পুজোর মুখে বাড়তে পারে সবরকম জিনিসপত্রের দামও, এমনটাই মনে করা হচ্ছে।
সর্বভারতীয় তেল সংস্থাগুলির ওয়েবসাইট অনুযায়ী, দিল্লীতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩.৮৪ টাকা। এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৪৭ টাকা৷ আবার মুম্বইতে ২৯ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ১০৯.৮৩ টাকা। বাণিজ্য নগরীতে ৩৭ পয়সা বেড়ে ১০০ টাকা ছাড়িয়েছে ডিজেলের দাম। সেখানে ডিজেল বিকচ্ছে লিটার প্রতি ১০০.২৯ টাকায়। চেন্নাইতে ২৬ পয়সা বেড়ে পেট্রোলের দাম ১০১.২৭ টাকা এবং ৩৩ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৬.৯৩। শনিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৪ টাকা ৫২ পয়সা। আর ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৯৫ টাকা ৫৮ পয়সা।