বুধবার রাতে অর্থাৎ ভবানীপুরে উপনির্বাচনের আগের রাতে অবসাদে আত্মহত্যা করেছেন এক বিজেপি কর্মী। এদিন এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘যিনি আত্মহত্যা করেছেন, তিনি আমার বন্ধু। নাম ইন্দ্রজিৎ সেন। গত বছর ওকে ভুল বুঝিয়ে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছিল। পরে ভুল বুঝতে পারলেও লজ্জায় আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কাল রাতে আত্মহত্যা করেছে।’
এদিন ভবানীপুরে উপনির্বাচন চলাকালীনই বিজেপির বিরুদ্ধে কর্মীর প্রতি অবহেলার অভিযোগও আনেন ফিরহাদ। তিনি বলেন, ‘কর্মী আত্মহত্যা করেছে, অথচ বিজেপির কেউ খোঁজও নিতে আসেননি।’ তিনি এ-ও বলেন, ‘আসলে বিজেপির কোনও অর্গানাইজেশন নেই। যাঁদের গত বছর বুঝিয়ে সুঝিয়ে বিজেপিতে নিয়ে এসেছিল, তাঁরা ফিরে যাচ্ছেন। দরজায় দরজায় ঘুরে নির্বাচনী প্রচারের সময় তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ফিরতে চেয়েছেন।’