আর মাত্র কিছুঘন্টার অপেক্ষা। বুধবারের রাত পোহালেই ভোট ভবানীপুরে। আর তা ঘিরেই এখন সাজ সাজ রব তৃণমূল শিবিরে। কারণ ভবানীপুর উপনির্বাচনে দলের তরফে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রের ভোটে ওয়ার্ডভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে নেতাদের। তাতে এমন কয়েকজন নেতাও রয়েছেন যাঁরা ভবানীপুরের ভোটার নন। তাঁরা ভবানীপুরের বাইরে বসেই নিজেদের দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে।
রাজ্যের বর্ষীয়ান নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছে ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব। কলকাতা পুরসভার পুর প্রশাসক তথা পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমকে সর্বাধিক তিনটি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের ওয়ার্ড ৮২-র পাশাপাশি ৭৪ ও ৭৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ৭০ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকবেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ড ৭৩ নম্বরের দায়িত্বে থাকবেন তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।
দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ ও কার্তিক উভয়ই ভবানীপুরের বাসিন্দা। কিন্তু সুব্রত-পার্থ-দেবাশিস যেহেতু ভবানীপুরের ভোটার নন, তাই বৃহস্পতিবার তাঁরা ওই এলাকায় ঢুকতে পারবেন না। সু্ব্রতকে গড়িয়াহাটের নিজের অফিসে বসেই ভোটের দায়িত্ব সামলাতে হবে। পার্থও সকাল থেকে নিজের নাকতলার বাসভবন থেকেই ভোট পরিস্থিতির দিকে নজর রাখবেন বলে জানা গিয়েছে। পরে বেহালা পশ্চিমে নিজের বিধায়ক কার্যালয় থেকেই ভোট সংক্রান্ত কাজ করবেন।