দেশে পুরোদমে করোনার তৃতীয় ঢেউয়ের আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষামাত্র। এরই মধ্যে পর পর ৫ দিন ৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণ হল দেশে। তবে রবিবারের তুলনায় সোমবার সংখ্যাটা কমেছে। পাশাপাশি, কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯৫ জনের।
আবার, পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ১০৫ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১৪ হাজারের কাছাকাছি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ১৮১ জন।