মৃত্যুর চার মাস কেটে গিয়েছে। কিন্তু হঠাতই মৃতার পরিজনের ফোনে আসে এক সরকারি মেসেজ। যেখানে জানানো হয়, করোনা টিকা পেয়েছেন মৃত ব্যক্তি৷ হ্যাঁ, এবার এমনই ঘটনা ঘটল যোগীরাজ্যে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মিরাটের সরধানা এলাকায় থাকতেন ফারহা। চার মাস আগে তাঁর মৃত্যু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর তাঁর দাদা ওয়াসিমের মোবাইলে একটি সরকারি মেসেজ আসে। যাতে বলা হয়, তাঁর বোন ফারহার টিককরণ সফল হয়েছে।
মেসেজ দেখে প্রথমেই চক্ষুচড়ক গাছ হয়ে যায় ওয়াসিমের। তবে পরে তিনি বুঝতে পারেন, তাঁর বোনের আধার কার্ড ব্যবহার করে কেউ এই কাণ্ড ঘটিয়েছে। এরপরেই স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ছুটে যান ওয়াসিম। বোনের ডেটথ সার্টিফিকেটও দেখান। তবে অভিযোগ, এরপরও কোনও সাহায্য মেলেনি।