গত কয়েকদিন ধরে চলা একটানা বৃষ্টিতে ছেদ পড়লেও ডিভিসির ছাড়া জলের কারণে রাজ্যের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। সোমবার কলকাতা থেকে কপ্টারে ঝাড়গ্রাম যাওয়ার পথে জলমগ্ন বিস্তীর্ণ এলাকার ভিডিয়ো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোবাইলবন্দি করে তা তিনি পাঠিয়ে দেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে।
এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের মঞ্চ থেকে এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যখন বাগনান উদয়নারায়ণপুরের ওপর দিয়ে আসছিলাম, তখন দেখলাম অনেক এলাকা জলের তলায়। শিলাবতী সংলগ্ন এলাকাও আমি দেখেছি। ওই ভিডিয়ো তুলে আমি চিফ সেক্রেটারিকে পাঠিয়েছি।’ পাশাপাশি ফের একবার ডিভিসির সমালোচনাও করেন তিনি।
মমতা বলেন, ‘ডিভিসি জল ছেড়ে দিয়েছে। সেই ছাড়া জলে বন্যা হয়েছে। আগামীকাল আবহাওয়া ঠিক থাকলে আমি ঘাটালে যাব।’ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী আমতার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। আকাশপথেই তাঁর আমতা, উদয়নারায়ণপুর এবং খানাকুল যাওয়ার কথা ছিল। আবহাওয়ার কারণে সেদিন কপ্টার উড়তে না পাড়ায় সড়ক পথে আমতা গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে হাঁটু জল ঠেলে পৌঁছে গিয়েছিলেন দুর্গতদের দুয়ারে।