বুধবার সংসদে বিমা (সংশোধনী) বিল পাশ হওয়ার প্রতিবাদে বুধবার সাধারণ বিমা ক্ষেত্রে ধর্মঘট ডেকেছে ১৮টি কর্মী ইউনিয়ন। কলকাতাতেও ন্যাশনাল ইনশিওরেন্সের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ দেখা গিয়েছে। প্রসঙ্গত, গত সোমবার পাশ হয় ওই বিল। রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থা বেসরকারিকরণের রাস্তা খুলে দেওয়া ওই বিলটি বিরোধীদের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই পাশ করানো হয়েছে। ফলে বিলটি পাশ হওয়ার পর থেকেই বিরোধীরা প্রতিবাদ জানাতে শুরু করেছে।
প্রসঙ্গত, এবার বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস কাণ্ডকে ঘিরে উত্তাল সংসদ। সেই সঙ্গে কৃষক আন্দোলনের মতো নানা ইস্যু ঘিরে বিরোধীদের প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার লোকসভায় বিরোধীশূন্য অবস্থায় পাশ হয়ে যায় ওই বিল। বুধবার যে কর্মী ইউনিয়নগুলি ধর্মঘটের ডাক দিয়েছে তার মধ্যে অন্যতম আরএসএস স্বীকৃত সংগঠনও। ধর্মঘটের ডাক দিয়ে সংগঠনগুলির তরফে অভিযোগ জানানো হয়েছে, এই বেসরকারিকরণের উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী। সোমবার বিল পাশের পরেই এই নিয়ে বৈঠকে বসে কর্মী ইউনিয়নগুলি। তখনই সিদ্ধান্ত পাক হয় ধর্মঘটের।
উল্লেখ্য, ২০২১ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন, দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি বিমান সংস্থার বেসরকারিকরণ করা হবে। তখনই তিনি জানিয়েছিলেন বিমাক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়ানো হবে। অবশেষে তা ২৬ শতাংশ থেকে ৫১ শতাংশ করা হয়েছে বিলে। তবে এই বিল রাজ্যসভায় পাশ হবে কিনা তা নিয়ে উদ্বেগে বিজেপি। রাজ্যসভার ২৪২টি আসনের মধ্যে অন্তত ১২২ জন সাংসদের সমর্থন দরকার সরকারের। কিন্তু রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ নয় গেরুয়া শিবির। আর সেই কারণেই বাড়ছে উদ্বেগ। এদিকে বুধবারই রাজ্যসভায় শপথ নিয়েছেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ জহর সরকার।