ঘড়িতে তখন সাড়ে চারটে। এদিন ভোররাতে শিয়ালদহ উড়ালপুলে ডিউটি করছিলেন মুচিপাড়া থানার কনস্টেবল আতিউর রহমান। আচমকাই তাঁর নজরে পড়ে, উড়ালপুলে ঘোরাঘুরি করছেন এক ব্যক্তি। তিনি যে মাদকাক্ত, তা বুঝতে অসুবিধা হয়নি ওই পুলিশকর্মীর। সঙ্গে সঙ্গে উড়ালপুল থেকে তাকে সরিয়েও দেন। কিছুক্ষণ পর যখন ফের উড়ালপুলে ওঠার চেষ্টা করেন, তখন ওই ব্যক্তিকে ধরে ফেলেন কনস্টেবল আতিউর রহমার। আর তাতেই ঘটে বিপত্তি।
খাস কলকাতায় পুলিশ কর্মীকে ধারালো অস্ত্রের কোপ! জানা গিয়েছে, দ্বিতীয়বার উড়ালপুলে ওঠার সময় হাতে ছিল চপার। ধরে নিয়ে যাওয়ার সময়ে সেই চপার দিয়ে মাদকাসক্ত, কর্তব্যরত পুলিশকর্মীর হাতে আঘাত করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও। কীভাবে এমন ঘটনা ঘটল? মাদকাসক্ত চপারইবা পেলেন কোথা থেকে? শুরু হয়েছে তদন্ত। খাস কলকাতায় পুলিশ কর্মীকে ধারালো অস্ত্রের কোপ! হাসপাতালে চিকিত্সা চলছে আক্রান্তের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিয়ালদহে।