এবার লোকসভায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল। পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডে সংসদে বৈষ্ণব মিথ্যে কথা বলেছেন, এই মর্মে সংসদের নিম্নকক্ষে এদিন বিজেপি সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে ঘাসফুল শিবির। শুধু তাই নয়। বাংলার সংস্কৃতিকে অপমান করার জন্যে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে একহাত নিয়েছে তারা।
প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে সংসদে কার্যত চরম পরিস্থিতি তৈরি হয় গতকাল। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিবৃতি পাঠের সময়ই তাঁর কাগজ কেড়ে নেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন। এই ঘটনার প্রেক্ষিতে মন্ত্রী মন্তব্য করেন, বাংলার হিংসার সংস্কৃতিকে সংসদে নিয়ে এসেছে তৃণমূল। আর তা নিয়েই বৈষ্ণবকে কড়া জবাব দিয়েছে বাংলার শাসক দল। দলের তরফে এক সাংসদ টুইটারে লেখেন, ‘আমরা বাংলার পতাকাকে ওপরে তোলার জন্যে গর্বিত। ঠিক যেভাবে গুজরাতি বাবুদের নজরদারির অভ্যাসকে জাতীয় মডেল বানিয়েছে বিজেপি।’