পর্নোগ্রাফি কেলেঙ্কারিতে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর ঝড় বয়ে গিয়েছে গোটা দেশে। কিন্তু আশ্চর্যজনক ভাবে এক্কেবারে নীরব ছিলেন শিল্পা শেঠি। তাঁর কোনও প্রতিক্রিয়া কোথাও মেলেনি। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। রাজ কুন্দ্রার গ্রেফতারির পরে এটাই তাঁর প্রথম বক্তব্য ইনস্টাগ্রামে।
অনেকেই মনে করছেন, অভিনেত্রী বোঝাতে চাইছেন, রাজ কুন্দ্রার গ্রেফতারি ও পারিপার্শ্বিক তুমুল জটিলতার মধ্যেও পজিটিভ থাকার চেষ্টা করছেন তিনি। ১৯ জুলাই গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। গত কয়েক বছর ধরে পর্নোগ্রাফিক কনটেন্ট বানিয়ে বিদেশের প্ল্যাটফর্মে আপলোড করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার চার দিন পরে শিল্পার তরফে এই প্রথম কোনও সাড়া পাওয়া গেল।
কী রয়েছে সে পোস্টে? বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের পাতার ছবি পোস্ট করেন শিল্পা। সেখানে বিদেশি লেখক জেমস থার্বারের একটি উক্তি দেখা যায়। সে কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমরা পেছন ফিরে দেখি, কারা আমাদের আঘাত করল। হতাশ হয়ে ভাগ্যকে দুষি আমরা। আমরা সামনে এগোতে ভয় পাই। কাজ হারানোর ভয়, অসুখবিসুখের ভয়, মৃত্যুশোকের ভয় আমাদের পেয়ে বসে। …আমি বড় করে নিঃশ্বাস নিয়ে ভাবি, আমি ভাগ্যবান কারণ আমি জীবিত। আমি আগেও অনেক চ্যালেঞ্জ পার করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু আজকের দিনটা বেঁচে নেওয়া থেকে কেউ আমায় আটকাতে পারবে না।’