এবার কংগ্রেসের বিরুদ্ধে চলা টুলকিট তদন্ত বন্ধ করল দিল্লী পুলিশ। চলতি বছরের মে মাসে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি খারাপ করার জন্য টুলকিট বানিয়েছে কংগ্রেস। তাতে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী অতিমারী মোকাবিলায় ব্যর্থ। সেই অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছিল দিল্লী পুলিশ। কিন্তু মঙ্গলবার জানা যায়, এবার তদন্ত বন্ধ করছে তারা।
পুলিশ সূত্রে খবর, বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র ও ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং কংগ্রেসের বিরুদ্ধে টুলকিট নিয়ে অভিযোগ করেছিলেন। সেই মতো প্রথমে দিল্লী পুলিশ তদন্ত শুরু করে। পরে অভিযোগকারীরা বলেন, তাঁরা চান, তদন্ত হোক ছত্তিসগড়ে। সেইমতো পুলিশের কর্তারা নিউ দিল্লী রেঞ্জ অব স্পেশাল সেলকে তদন্ত বন্ধ করতে বলেন।
প্রসঙ্গত, গত মে মাসে বিজেপি নেতারা একটি নথির ছবি টুইটারে আপলোড করেন। তার ওপরে লেখা ছিল ‘এআইসিসি রিসার্চ ডিপার্টমেন্ট’। পরে টুইটার জানায়, ওই নথি জাল। দিল্লী পুলিশ তদন্ত বন্ধ করার আগে টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনীশ মাহেশ্বরীকে জিজ্ঞাসাবাদ করে। টুইটার ইন্ডিয়ার দিল্লী অফিসে গিয়েও তারা একটি নোটিশ দিয়ে আসে।