একুশের নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পর এবার ২০১৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে দলের সংগঠন আরও মজবুত করার পথে হাঁটছে তৃণমূল। এরই মধ্যে এবার দলবিরোধী কাজের অভিযোগে একযোগে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির চার সদস্যকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা জানান, দল বিরোধী কার্যকলাপের জন্য পঞ্চায়েত সমিতির সদস্য সহ চার নেতাকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হচ্ছে। সেই তালিকায় আছেন, পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সদস্য অপূর্ব দাস, ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের সঞ্চালক খোকন দাস, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ব্লক নর্থ সার্কেলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সম্পাদক স্বপন গিরি, এবং এসএসকের সভানেত্রী গীতা গিরি।
অভিযোগ, এঁরা সকলেই নির্বাচনের সময় থেকেই বিরোধী দলের সঙ্গে ‘সুসম্পর্ক’ বজায় রেখে চলছিলেন। এমনকী, নির্বাচন আবহে দলের কোনও কাজে তাঁদের দেখা যায়নি বলেও অভিযোগ। বুধবার, রামগঙ্গার তৃণমূল কার্যালয়ে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিধায়ক। এদিন, সমীরবাবু আরও বলেন, ‘নির্বাচনের সময় থেকেই ওঁদের ওপর নজর রাখা হচ্ছিল। বারবার সতর্ক করা হয়েছিল দলের তরফে। এমনকী, বৈঠক ডেকেও কথা বলা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। দলের সতর্কবাণী কানে নেননি তাঁঁরা। তাই দলও সিদ্ধান্ত নিয়েছে।’