সোমবার রাজ্যপাল জৈন হাওয়ালা-কাণ্ডের চার্জশিটে নাম থাকার কথা অস্বীকার করেছেন। এরপরেই সাংবাদিক বৈঠক করল তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় সাংবাদিক বৈঠক করে বললেন, “রাজ্যপাল শুধু চার্জশিটে নাম ছিল না বলেছেন। ওই ঘটনায় তিনি জড়িত ছিলেন না, একথা কিন্তু বলেননি।” প্রসঙ্গত, সোমবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপাল এক জন আদ্যোপান্ত দুর্নীতিগ্রস্ত মানুষ। হাওড়ার জৈন হাওয়ালা-কাণ্ডের চার্জশিটেও ওঁর নাম ছিল।”
বৈঠক শেষ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ফের সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূলের তরফে। বৈঠক থেকে সুখেন্দুশেখর বলেন, “রাজ্যপাল বলেছেন, ওঁর নাম চার্জশিটে ছিল না। চার্জশিটে ছিল কি ছিল না, সেটা দেখতে হবে। প্রায় ৩০ বছরের মামলা, সব নথি খতিয়ে দেখে বলতে হবে। কিন্তু তিনি কোথাও বললেন না জৈন হাওলা কেসে তাঁর নাম যুক্ত হয়েছিল কি না। জৈন ডায়েরিতে যাঁদের নাম পাওয়া গিয়েছিল, তাঁদের মধ্যে ওঁর নাম ছিল কি না, তা উনি একবারও বললেন না। ওঁর কথা শুনে মনে হচ্ছে, অর্ধসত্য বলেছেন। আগামীকাল এই বিষয়ে বিস্তারিত ভাবে জানাব।”