১ জুলাই থেকে ইউরোপিয়ান ইউনিয়ন নয়া নিয়ম লাগু করতে চলেছে। আর তার ফলেই কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে ইউরোপগামী যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে। সোমবার টুইট করে এমনটাই জানালেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনারওয়ালা। তিনি জানিয়েছেন, ইউরোপিয়ান ইউনিয়ন নতুন ‘ভ্যাকসিন পাসপোর্ট’ স্কিম চালু করেছে। যার আওতায় তালিকাবদ্ধ নয় অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের ভারতে তৈরি কোভিশিল্ড। তিনি এই বিষয়টিতে হস্তক্ষেপ করবেন বলেও জানিয়েছেন পুনারওয়ালা। এই অদ্ভূত জটিল নিয়মের কারণে ভারতীয়দের যে অসুবিধা হবে তা খুব শীঘ্রই সমাধান করবেন।
সেরাম কর্ণধার বলেন, ‘আমি বুঝতে পারছি, ভারতীয়দের মধ্যে অনেকেই যা ইউরোপ যাওয়ার পরিকল্পনা করেছেন, তাঁরা অনেকেই কোভিশিল্ড টিকা নিয়ে ফেলেছেন। আমি সবাইকে আশ্বস্ত করছি। আমি এটিকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাব। গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি। নিয়ন্ত্রকগণ এবং দেশগুলির সঙ্গে আলোচনা করে খুব তাড়াতাড়ি সমাধানের আশা করছি।’ ইউরোপিয়ান ইউনিয়ন যে চারটি ভ্যাকসিন কে তাঁদের তালিকাভুক্ত করেছে তার মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকার কাঁচামালে ইউরোপে তৈরি ভ্যাকসিন ভ্যাক্সজার্ভরিয়া। তাহলে ভারতের কোভিশিল্ডকে তালিকায় রাখা হবে না কেন? প্রশ্ন তুলেছেন আদর পুনাওয়ালা।