এবার অযোধ্যা জমি কেলেঙ্কারি কাণ্ডে প্রধানমন্ত্রীকেই কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। ট্যুইটারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হল, অযোধ্যা জমি কেলেঙ্কারি কাণ্ডে বিজেপি নেতা ও তাদের আত্মীয়দের যোগাযোগ নিয়ে খোলসা হতে। প্রধানমন্ত্রী ভুল জায়গায় গুরুত্ব দিচ্ছেন বলেও একহাত নেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, অযোধ্যায় রামমন্দির নির্মাণের সুযোগে দেদার লুট চালাচ্ছে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা। এর আগে মন্দির নির্মাণের জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক, বিশ্ব হিন্দু পরিষদের নেতা চম্পত রায়ের নাম জড়িয়েছে ২ কোটি টাকার জমি কয়েক মিনিটের মধ্যে সাড়ে ১৮ কোটি টাকা দিয়ে কেনায়। পাশাপাশি বিজেপি নেতা এবং অযোধ্যার মেয়র ঋষিকেশ উপাধ্যায়ের ভাইপোর নাম জড়ালো কম দামে জমি কিনে বিপুল দামে সেই জমি মন্দির ট্রাস্টের কাছে বিক্রি করায়। এক্ষেত্রে ব্যবধানটা তিন মাসের। ফেব্রুয়ারি মাসে মন্দির সংলগ্ন একটি জমি ২০ লক্ষ টাকায় কেনে মেয়রের ভাইপো দীপ নারায়ণ। মে মাসে সেই জমিই মন্দির নির্মাণের জন্য ট্রাস্টকে বিক্রি করে দেয় আড়াই কোটি টাকায়।
উল্লেখ্য, মন্দির নির্মাণের জন্য বিতর্কিত জায়গা আদালতের নির্দেশ অনুযায়ী পেয়ে গেছে ট্রাস্ট। তারপরেও সংলগ্ন এলাকা এবং অযোধ্যার বিভিন্ন অংশে ট্রাস্ট বিপুল পরিমাণ জমি কিনছে। সেই জমি কেনাতেই চলছে দেদার দুর্নীতি।