কালীঘাটের অফিসে বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার দিনই রাজ্যে বিধান পরিষদ গঠনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ। ভোটে জিতে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গঠন হওয়ার পরই মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হয়ে গিয়েছিল। এবার নতুন সরকারের প্রথম বিধানসভার অধিবেশনেই বিধান পরিষদ গঠনের পথ প্রশস্থ হতে পারে বলে খবর।
প্রসঙ্গত, আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। তৃতীয় তৃণমূল সরকারের প্রথম অধিবেশন হবে সেটি। সূত্রের খবর, এবারের অধিবেশনেই বিধান পরিষদ গঠনের প্রস্তুতি শুরু করতে পারে সরকার। বিধান পরিষদ গঠন করতে গেলে প্রথমে বিধানসভায় বিল আনতে হবে রাজ্যকে। তার পর লাগবে রাজ্যপাল ও রাষ্ট্রপতির স্বাক্ষর। উল্লেখ্য, বিধানসভার এক তৃতীয়াংশ সদস্য থাকবে বিধান পরিষদে। সেই হিসেব মতো বাংলার বিধান পরিষদে সর্বোচ্চ ৯৮ জন সদস্য থাকতে পারবেন।
রাজ্যসভা ও লোকসভার মতোই দ্বিকক্ষ আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভা। ১৯৬৯ সালে বাংলায় বিধান পরিষদ বিলোপ করা হয়েছিল। কংগ্রেস এবং বামেদের যুক্তফ্রণ্টের সরকার এর অবলুপ্তি ঘটায়। ফলে সব ঠিকঠাক থাকলে ৫০ বছর পর বিধান পরিষদ ফিরছে বাংলায়। এখন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যে রয়েছে বিধান পরিষদ।