এবার জট কাটিয়ে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু করার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার। শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব নিয়েই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উত্তরবঙ্গে বন্ধ হয়ে থাকা চা নিলাম কেন্দ্রটি চালুর উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যের শিল্প দফতরের নির্দেশে জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসুর সভাপতিত্বে গত মঙ্গলবার বৈঠকে বসে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র পরিচালন কমিটি। বৈঠক শেষে কমিটি একটি চিঠি দিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে।
সেই চিঠিতে কেন্দ্রের তরফে দেওয়া চা নিলাম কেন্দ্রের পরিকাঠামো সংক্রান্ত তথ্যের বিরোধিতা করার পাশাপাশি সমস্ত চা বাগানের উৎপাদিত গুড়ো চা জলপাইগুড়ি নিলাম কেন্দ্র থেকে নিলাম করা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, চা নিলাম কেন্দ্রের এক প্রাক্তন কর্মীর চিঠির জবাবে প্রধানমন্ত্রীর দফতর বাণিজ্যমন্ত্রকের দেওয়া তথ্যের উল্লেখ করে জানান, জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্রটির পরিকাঠামোর অভাব রয়েছে। সেই কারণে সেখানে নিলাম চালু করা সম্ভব হচ্ছে না। রাজ্য প্রশাসনের একাংশের ধারনা, উদ্দেশপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীর অফিসকে ভুল তথ্য দেওয়া হয়েছে। চা নিলাম কেন্দ্রটির পরিকাঠামো যথেষ্ট ভালো।
ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন জলপাইগুড়ির বিশিষ্ট চা শিল্পপতি তথা তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। তিনি অভিযোগ করেন, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রভাব খাটিয়ে চা নিলাম কেন্দ্র চালু হতে দিচ্ছেন না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন জলপাইগুড়ির সার্বিক উন্নতির সার্থে এই চা নিলাম কেন্দ্র অবিলম্বে চালু করুক কেন্দ্রীয় সরকার। নইলে জলপাইগুড়িতে আবার বৃহৎ আন্দোলন শুরু হবে।