বিজেপি সাংসদ জন বার্লা সর্বপ্রথম পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছিলেন। এরপর পৃথক রাঢ়বঙ্গের দাবি তোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও। তাঁদের দুজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয় থানায়। আর সেই একই দাবিতে সুর মেলানোয় এক বিজেপি বিধায়ককে গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। বিজেপি সাংসদ জন বার্লার সুরে সুর মিলিয়ে ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবার তার সেই মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।
উত্তরবঙ্গ পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল হোক, এই দাবিতে সরব হয়েছিল আলিপুরদুয়ারের সাংসদ। তারপর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। সম্প্রতি জন বার্লার এই দাবিতে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সমর্থন জানিয়েছিলেন। মঙ্গলবার বিজেপি সাংসদের এই দাবিকে সমর্থন জানিয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত উত্তরবঙ্গ। তাই আলাদা হলে কী সমস্যা?
শিখাদেবীর এই মন্তব্য বিচ্ছিন্নতাবাদী, শান্তিভঙ্গকারী এবং উস্কানিমূলক বলে অভিযোগ এনে বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস প্রামাণিক। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি দেবাশিস প্রামাণিকের নেতৃত্বে থানায় এক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এনজেপি থানায়। এদিন থানায় অভিযোগ এর মাধ্যমে তৃণমূলের তরফে দাবি করা হয় অবিলম্বে বিজেপি বিধায়কের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত বিধায়কের গ্রেফতারির দাবি জানানো হয়।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিক বলেন, শান্ত উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে বিজেপির বিধায়ক-সাংসদরা তবে শান্ত রাজ্যকে কোনওভাবেই অশান্ত হতে দেবে না তৃণমূল কংগ্রেস। একইসাথে এদিন তিনি বলেন, উত্তরবঙ্গে আগের চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। কিন্তু বিজেপি দলটা বারবার উত্তরবঙ্গকে অশান্ত করার জন্য নানারকম উস্কানিমূলক মন্তব্য করছেন।