মূল্যবৃদ্ধিতে প্রায় রোজদিনই রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। মুম্বই ও বেঙ্গালুরুতে আগেই সেঞ্চুরি করলেও কলকাতায় পেট্রোলের দাম এখন সেঞ্চুরির দোরগোড়ায়। এভাবে জ্বালানির লাগামছাড়া দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। আজও লিটারপ্রতি ২৫ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা। ওদিকে লিটারপ্রতি ৭ পয়সা বেড়ে ডিজেলের দাম বর্তমানে ৯১ টাকা ১৫ পয়সা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। গতকাল জ্বালানির দাম বাড়েনি। এর আগে, মঙ্গলবার বেড়েছিল জ্বালানির দাম। করোনা পরিস্থিতির জেরে এমনিতেই ধুঁকছে দেশের অর্থনীতি। তার উপর জ্বালানির বেলাগাম মূল্যবৃদ্ধিতে জেরবার মানুষ। তবে শুধুই জ্বালানি তেল নয়, রান্নার গ্যাসের দামেও বেকায়দায় শহরবাসী। দেশের অন্যান্য মেট্রোপলিটন শহরগুলির তুলনায় রান্নার গ্যাসে প্রায় ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত দাম বেশি কলকাতায়। ১৪.২ কেজির ভর্তুকিবিহীন একটি গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৫.৫০ টাকা।