বুধবার সকালে পাকিস্তানের লাহোরে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী হাফিজ সইদের বাড়ির বাইরে জোরালো বিস্ফোরণ হয় বলে খবর মিলেছে। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে ২০ জন। বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এই জনবহুল এলাকায় বিস্ফোরণের জেরে মারাত্মক আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাস্থলের কাছেই রয়েছে এহসান মুমতাজ হাসপাতাল। পাক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী ছিল এই বিস্ফোরণ। তীব্রতায় আশপাশের বাড়ির জানলার কাচ ভেঙে যায়। বিস্ফোরণের জায়গায় মাটিতে প্রায় চারফুট গভীর গর্ত সৃষ্টি হয়ে গিয়েছে। উল্লেখ্য, এদিন সকালে বারবার ভুয়ো বিস্ফোরণের খবর আসে পুলিশের কাছে। প্রথমে মনে করা হয়েছিল সিলিন্ডার বা গ্যাস পাইপলাইন ফেটে এই বিস্ফোরণ। কিন্তু পরে প্রত্যক্ষদর্শীদের দাবি থেকে ঘটনা মোড় নেয় অন্যদিকে। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাস্থলে রাখা একটি বড় গাড়িতে বিস্ফোরণটি ঘটেছে। অনুমান, প্রচুর পরিমাণে শক্তিশালী বিস্ফোরক বোঝাই করে গাড়িটি পূর্ব পরিকল্পনা মতই ওখানে রাখা হয়েছিল।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে হাফিজ সইদকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান। ২০০৮ মুম্বই হামলার মূলচক্রী, জামাদ-উদ-দাওয়া জঙ্গীগোষ্ঠীর প্রধান হাফিজ সইদকে সন্ত্রাসে আর্থিক মদতের দু’টি মামলায় সাড়ে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে পাক আদালত। সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে ১৭ জুলাই গ্রেফতার করা হয় তাঁকে। ৭১ বছরের এই জঙ্গিনেতা লাহোরের কোট লাখপত জেলে বন্দী রয়েছেন। রাষ্ট্রপুঞ্জের ঘোষিত এই জঙ্গীনেতার মাথার দাম প্রায় ১ কোটি মার্কিন ডলার (প্রায় ৭১ কোটি টাকা)।