একদিনে ৮৮ লক্ষেরও বেশি মানুষকে করোনার টিকা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মোদী সরকার। সোশ্যাল মিডিয়ায় চলছে জোরদার প্রশংসা-প্রচার। কিন্তু এ নিয়েই এবার উঠে গেল প্রশ্ন। এতদিন যেখানে দৈনিক গড়ে ৩০-৪০ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া সম্ভব হয়নি, সেখানে সরকারি টিকাকরণ কেন্দ্রে যাবতীয় ভ্যাকসিনের দায়িত্ব কেন্দ্র হাতে তুলে নিতেই আচমকা কেন এই নজিরবিহীন ঘটনা? এমনকী, এর আগের ও পরের দিন বহু রাজ্যেই টিকাপ্রাপকদের সংখ্যা ছিল বেশ কম। বিষয়টি নিয়েই রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, ২০ জুন মধ্যপ্রদেশে টিকাকরণ হয়েছিল মাত্র ৬৯২ জনের। আসামে ৩৩ হাজার ৬৫৪ জনের। পরদিন ২১ জুন সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় যথাক্রমে ১৭ লক্ষ ও সাড়ে তিন লক্ষে। যেখানে রাজ্য সরকারের দায়িত্বে গত ১ মে থেকে শুরু হওয়া ১৮-৪৪ বয়সিদের টিকাকরণ কর্মসূচীতে দৈনিক ভ্যাকসিন দেওয়ার সংখ্যা ছিল গড়পড়তা, সেখানে ২১ জুন থেকে কেন্দ্র দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিতেই কী করে দৈনিক টিকাকরণের পরিসংখ্যান দ্বিগুণেরও বেশি বেড়ে গেল? তবে কি এই টিকাকরণকে ‘বড়’ করে দেখানোর কোনও গোপন অভিসন্ধি ছিল মোদী সরকারের? উঠছে এমনই একাধিক প্রশ্ন। এদিকে, নতুন টিকা নীতি মেনে সোমবার যে ১০টি রাজ্য তার বাসিন্দাদের তারিফ করার মতো ডোজ দিয়েছে, তার মধ্যে সাতটিই বিজেপি এবং শরিক শাসিত। এ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।