কেন্দ্রের মোদী সরকার যেভাবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কড়া মনোভাব দেখাচ্ছে, তা একেবারেই ভালভাবে নিচ্ছে না বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সেটা আবারও সাফ করে দিল তাঁরা। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় এই প্রসঙ্গে বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রের শৃঙ্খলাভঙ্গের সিদ্ধান্ত ‘হৃদয় বিদারক’। মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ করে যেভাবে তাঁকে দোষী বলা হচ্ছে, সেটা ‘হাস্যকর’ বলেও ব্যাখ্যা করেন তৃণমূল সাংসদ।
মঙ্গলবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠক করে আলাপন ইস্যুতে কেন্দ্রকে নিশানায় নেন শাসকদলের দুই সাংসদ সৌগত রায় ও সুখেন্দু শেখর রায়। দু’জনেই এদিন একসুরে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “যেভাবেই হোক, রাজ্য সরকার এবং রাজ্যের আধিকারিকদের বিচলিত করাই কেন্দ্রের মূল উদ্দেশ্য। কিছুতেই কাজ করতে দেবে না।”
রাজ্যের সঙ্গে কথা না বলেই রাজ্য সরকারে কর্মরত আমলাকে দিল্লী ডেকে পাঠানো, এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহকে এ দিন ‘প্রতিহিংসামূলক রাজনীতি’ বলেই আখ্যা দেন সাংসদ সৌগত রায়। যেহেতু আলাপন বন্দ্যোপাধ্যায় একজন ‘সৎ আমলা’, তাই তাঁর বিরুদ্ধে এহেন নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। অন্যদিকে সুখেন্দু বলেন, “আলাপন বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ আমলা। প্রশাসক হিসেবে দারুণ কাজ করেছেন। তাই তাঁকে হেনস্থা করা হচ্ছে।”