একের পর এক দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর আঘাত হানছে মোদী সরকার। তখনই সার্বিক উন্নয়নের দিশা দেখাচ্ছে রাজ্যগুলি। তামিলনাড়ুর অর্থনীতি ভাল জায়গায় নেই। আর তাই একটি অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদ গড়লেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ৫ সদস্যের সেই অর্থনৈতিক পর্ষদে থাকছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ এসথার দুফ্লো, প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন, অরবিন্দ সুব্রহ্মনিয়ম, জঁ ড্রেজ, এস নারায়ণ।
প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করতে গিয়ে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রসঙ্গ টেনে আনেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। ২০২০ সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছিল ‘গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড’, যার সদস্য ছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ডেরেকের কথায়, ভবিষ্যতের দিশা দেখাচ্ছে রাজ্যগুলি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ‘গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড’-এ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছাড়াও সদস্য হলেন ডঃ স্বরূপ সরকার, টমাস ফ্রিডেন, জিষ্ণু দাস, জেভিআর প্রসাদ রাও, সিদ্ধার্থ ডুবে, ডঃ অভিজিৎ চৌধুরী।