ভোটে ভরাডুবির পর থেকেই বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা। প্রকাশ্যে কলহে জড়িয়ে পড়ছেন দলের নেতারা। সামনে চলে আসছে তাঁদের মতানৈক্যের কথা। এরই মধ্যে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দলে। এবার তাঁর দাবিকে সমর্থন জানালেন উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক। মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্মন ও ডাবগ্রাম-ফুলবাড়ির শিখা চট্টোপাধ্যায়েরও বক্তব্য, উত্তরবঙ্গে পৃথক রাজ্য গঠনের দাবি সঙ্গত, মানুষই তা চান। যদিও দল তাঁদের বক্তব্যকে সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দার্জিলিং জেলা বিজেপি সভাপতি প্রবীণ অগরওয়াল। এদিকে, বিজেপি সাংসদ, বিধায়কদের তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা গৌতম দেব।
উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, এখানে কোনও উন্নয়ন হয়নি। আর তাই উত্তরবঙ্গের মানুষেরই নাকি দাবি, এই অঞ্চলকে আলাদা রাজ্য করা হোক। কিছুদিন আগেই এমনই দাবী করেন সাংসদ জন বার্লা। এবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দুই বিধায়ক একই দাবিতে জন বার্লার পাশে দাঁড়ালেন। শিখার দাবি, ‘সচিবালয় হিসেবে ‘উত্তরকন্যা’ তৈরি শুধুমাত্র আইওয়াশ করার জন্য। সেখানে শুধু আড্ডাই চলে, কোনও কাজ হয় না। উত্তরবঙ্গকে রাজ্য করলে ভাল, নইলে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। তাহলে অনেক কাজ হবে।’ অন্যদিকে, আনন্দময়ের কথায়, ‘এই দাবি উত্তরবঙ্গের মানুষের। আর সেটাই বলেছেন আমাদের সাংসদ। আলাদা রাজ্য হলে অসুবিধা কোথায়। বরং উন্নয়ন হবে আমাদের।’ এদিকে, বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল নেতা গৌতম দেব বলেন, ‘শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত। মানুষ প্রতিবাদ করবে রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে। বাংলা থেকে এই দলটাও হারিয়ে যাবে।’