বিধানসভা ভোটে ভরাডুবির পর একদিকে যখন গেরুয়া শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে দোষারোপের পালা। বারবারই সামনে এসে পড়ছে নেতাদের মধ্যে কলহ। এবার যেমন ফের বেসুরো গান শোনা গেল বিজেপির অন্দরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গ দিবস পালনের ব্যাপারে জোর সওয়াল করছেন, তখন এই প্রসঙ্গ টেনেই সমালোচনায় সরব হলেন বিজেপির নেতা দীপ্তাংশু চৌধুরী। বিজেপি নেতার মতে, একদিকে যেমন পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে, তখন অন্যদিকে বাংলাকে ভাগ করার কথা তোলা হচ্ছে। বিজেপি নেতার এই টুইট থেকেই স্পষ্ট, বিজেপির এই দুরকমের মনোভাব পোষণকে তিনি ভাল ভাবে নিচ্ছেন না।
প্রসঙ্গত, গতকাল বিজেপির তরফে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন বিজেপি বিধায়করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু দাবি তোলেন, প্রতি বছর ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা উচিত রাজ্যের সব দল নির্বিশেষে বিধায়কদের। শুভেন্দুর দাবির সপক্ষে টুইটও করতে দেখা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে। তাঁর মতে, এই দিনটিকে ভোলা উচিত নয় বাঙালি হিন্দুদের। শুভেন্দু যখন পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সরব, তখন এই পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, এই দুই ভাগে ভাগ করার দাবি উঠেছে বিজেপির অন্দর থেকেই।
আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা যখন বাংলাকে দুভাগে ভাগ করার ব্যাপারে গলা ফাটাচ্ছেন, তখন অন্য সুর শোনা গিয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের কথায়। রাজু বিস্তের মতে, জন বার্লা যা বলছেন, সেটা তাঁর ব্যক্তিগত মত। দলের মত নয়। বিজেপি সূত্রে খবর, বাংলাকে ভাগ করা নিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিজেপি বিধায়কদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি নেতা দীপ্তাংশু চৌধুরীর এই টুইট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বিজেপি বিধায়কের এই টুইট থেকেই স্পষ্ট, বিজেপি নিজের অবস্থানেই কতটা অস্পষ্ট। বিজেপি যে আসলে কী চায়, সেটাই ঠিক করতে পারছে না।