গত মাসেই ফল প্রকাশ হয়েছে বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল পেট্রোল-ডিজেলের চোখরাঙানি, জ্বালানির দাম বাড়ানোর বহর। কার্যত এক-দু’দিন অন্তর যা এখন একপ্রকার রুটিনে পরিণত হয়েছে। এবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে ৪মে-র পর থেকে মোট ২৬ বার! শুক্রবার বেঙ্গালুরুতে পেট্রোলের মূল্য লিটারপিছু ১০০ টাকা পেরিয়েছে। সমান তালে এগোচ্ছে কলকাতাও। সেখানে সেঞ্চুরি থেকে মোটে ৩ কদম দূরে পেট্রোলের দাম। আপাতত প্রতি লিটারে এর দাম দাঁড়িয়েছে ৯৬.৮৪ টাকা। ডিজেল লিটারপিছু ৯০.৫৪ টাকা।
রাজধানী দিল্লীর ছবিটাও একই রকম। সেখানে প্রতি লিটার পেট্রোলের মূল্য ২৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯৩ টাকা। ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে আপাতত ৮৭.৬৯ টাকা প্রতি লিটার। বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম লিটার পিছু ১০৩ টাকা ৮ পয়সা। অন্যদিকে, ডিজেল প্রতি লিটারে ৯৫.১৪ টাকা। পাশাপাশি চেন্নাইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯৮.১৪ এবং ৯২.৩১ টাকা প্রতি লিটার রাঁচিতে লিটারপিছু পেট্রোলের দাম পৌঁছেছে ৯২.৯১ টাকা এবং ভোপালে ১০৫ টাকা ১৩ পয়সা।
পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ৪ মে থেকে জ্বালানির দাম দাঁড়িয়ে নেই। ক্রমশ বেড়েই চলেছে। এই সময় থেকে পেট্রোলের দাম প্রতি লিটারে ৬.৬১ টাকা এবং ডিজেলের মূল্য লিটারপিছু ৬ টাকা ৯১ পয়সা বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, গত মাসেও সারা দেশে একই পরিস্থিতি দেখা গেছিল। মে মাসে মোট ১৬ বার জ্বালানির মূল্যবৃদ্ধির খবর আসে। চলতি জুন মাসে এখনও পর্যন্ত যা ১০ বার বেড়েছে। এদিকে এভাবে জ্বালানির দাম বাড়াকে কেন্দ্র করে মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। আজ টুইটারে কংগ্রেস নেতা লেখেন, ‘সরকারের উন্নয়নের এমনই অবস্থা যে, একদিন পেট্রোল-ডিজেলের দাম না বাড়লেই সেটা বিরাট খবর হয়ে যায়।’