সৌহার্দ্যপূর্ণ ঘটনার সাক্ষী থাকলেন জলপাইগুড়ির মানুষ। ভ্যাকসিন নেওয়ার পর জামাই ষষ্ঠীর বাজার করবেন, এমনই ভেবেছিলেন এক ব্যক্তি। পকেটে ছিল কড়কড়ে পাঁচ হাজার টাকা। কিন্তু ভ্যাকসিন সেন্টারেই খোয়া যায় সেই টাকা। পরে এক পুলিশ কর্মীর সহায়তায় খোয়া যাওয়া টাকা ফেরত পেলেন স্বাস্থ্য দফতরের এক প্রাক্তন কর্মী। সেই টাকা দিয়ে জামাই ষষ্ঠীর বাজার করে মানরক্ষা হল তাঁর।
প্রসঙ্গত, মঙ্গলবার জলপাইগুড়ির কংগ্রেস পাড়ার সেন্টারে ভ্যাকসিনেশনের কাজ চলছিল। সেখানেই ভ্যাকসিন নিতে গিয়ে ছিলেন জলপাইগুড়ির স্বাস্থ্য দফতরের প্রাক্তন কর্মী বিবেকানন্দ ভট্টাচার্য। ভ্যাকসিন দেওয়ার পর সেখানে একটু জিরিয়ে নিয়ে জামাই ষষ্ঠীর বাজার করার কথা ছিল তাঁর। তবে মাঝে সব পরিকল্পনাই ভেস্তে যায়। তাঁর পকেট থেকে বাজার করার জন্য নিয়ে আসা পাঁচ হাজার টাকা খোয়া যায়। দুশ্চিন্তায় পড়েন ওই বিবেকানন্দবাবু। উদভ্রান্তের মতো এদিক- ওদিক ছোটাছুটি শুরু করেন। এমন সময় পরিত্রাতা হিসাবে খোয়া যাওয়া টাকা পাইয়ে দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার কন্সটেবল বাবলু বাঁশফোড়।