বিধানসভা ভোটের পর থেকে অসুস্থতা লেগেই রয়েছে তাঁর। করোনা থেকে সেই ওঠার পর পরই নারদ কাণ্ডে সিবিআই গ্রেফতার করে তাঁকে। আর তারপরই ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলের পরিবর্তে এসএসকেএম হাসপাতালে রাখতে হয়েছিল কামারহাটির তৃণমূল বিধায়ককে। তবে এবার একেবারে ফিট হয়েই জামাইষষ্ঠীর দিন সুন্দরবনের গোসাবা ছুটলেন মদন মিত্র। না, শ্বশুরবাড়ি নয়, যশ বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতেই ত্রাণ নিয়ে সুন্দরবন গেলেন তিনি।
প্রসঙ্গত, অসুস্থতা, ভবানীপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের মতো ব্যক্তিগত সমস্ত বিষয়কে ছাপিয়ে মদন আছেন মানুষের মধ্যেই। তাই জামাইষষ্ঠীর দিনটিকেও তিনি বেছে নিয়েছেন মানুষের সেবার জন্যই। এদিন বরাবরের মতোই ফেসবুকে লাইভে আসেন মদন। সেখানেই জানান, গোসাবায় ত্রাণ দিতে এসেছেন তিনি। লাইভে বারবার উঠে আসে জামাইষষ্ঠীর প্রসঙ্গও। তারপরই তিনি বলেন, ‘বারবার জামাই সাজতে ইচ্ছা করে আমার৷ তবে বিয়ে কিন্তু একবারই। সকলে সেজেগুজে জামাইষষ্ঠী করুন। না সাজলে ভালো লাগে? এত সুন্দর সুন্দর সব জামাকাপড় আসে, সেসব আমার না পরলে চলে?’ বরাবর সানগ্লাসে শোভিত মদন মিত্রের চোখে এদিনের লাইভে ছিল রিমলেস চশমা।