কলকাতায় এবার সেঞ্চুরির পথে পেট্রোলের মূল্য। ৯০ পেরোলো ডিজেলের দামও। মুম্বই-সহ দেশের ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। আর এবার কলকাতাতেও ১০০ ছোঁয়ার দিকে এগোচ্ছে পেট্রোলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৮ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বাড়ল। ফলে পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯৬ টাকা ৩৪ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম হয়েছে লিটারে ৯০ টাকা ১২ পয়সা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দেশজুড়ে দুএকদিন অন্তর অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। গতকাল জ্বালানির দাম বাড়েনি। এর আগে, গত পরশু অর্থাৎ শনিবার বেড়েছিল জ্বালানির দাম। পেট্রোলের দাম লিটার প্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৩ পয়সা বেড়ে সেদিন যথাক্রমে হয়েছিল ৯৬.০৬ টাকা ও ৮৯. ৮৩ টাকা।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি। বর্তমানে করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর এইভাবে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলায় অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা।