রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ নাকতলার বাড়িতে প্রয়াত হলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু বলে পরিবার সূত্রে খবর। এই খবর পেয়ে তড়িঘড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরপর একে একে আসেন সুব্রত বক্সি, ববি হাকিমরা। সূত্রের খবর, আজ সন্ধ্যা ৭টার পর কেওড়াতলা মহাশ্মশানে শিবানী চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। থাকবেন মন্ত্রিসভার সদস্যরাও। উল্লেখ্য, ২০১৭ সালে প্রয়াত হন স্ত্রী জয়শ্রী চট্টোপাধ্যায়ও। আর এবার মাতৃহারা হলেন তিনি।