ভূ-স্বর্গে ফের জঙ্গী হামলা। শনিবার সকালে পুলিশ পেট্রোলিং চলার সময় কাশ্মীরের সোপোরে এই জঙ্গী হামলা ঘটেছে। এই ঘটনায় ২ পুলিশকর্মী নিহত হয়েছেন। পাশাপাশি দুই সাধারণ নাগরিকও জঙ্গীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বলে খবর। এছাড়া, আরও ২ পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর উপরে চলা এই হামলার পিছনে রয়েছে লস্কর-ই-তইবা। সূত্রের খবর, শনিবার উত্তর কাশ্মীরের সোপোরে পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গীরা। গুলি বিনিময়ের সময় মৃত্যু হয় চার জনের।
জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এই জঙ্গী হানার নিন্দা করেছেন৷ টুইটারে তিনি লেখেন, ‘এই ধরনের জঙ্গী হানার সর্বত ভাবে নিন্দা করা উচিত৷ যাঁরা আহত তাঁদের সুস্থতা কামনা করি, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷’