অসুস্থ প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। শ্বাসনালী ও ফুসফুসের সংক্রমণ নিয়ে বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। যদিও তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ হলেও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। এ ছাড়া শ্বাসযন্ত্রেও সংক্রমণ রয়েছে।
শুক্রবার রাতে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাঁর। ধীরে ধীরে তা বাড়তে থেকে। তাই পরিবার কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, সমরেশের চিকিৎসার জন্য ৩ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই প্রতি মুহূর্তে সাহিত্যিকের স্বাস্থ্যের দিকে নজর রাখছেন।
জানা গিয়েছে, শ্বাসনালীতে সংক্রমণ থাকায় তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে ভর্তির পরে তাঁর বুকের এক্স-রে করে দেখা হয়। এছাড়া সিটি স্ক্যান ও করোনা পরীক্ষাও হয়। যদিও গত রাতের তুলনায় অনেকটাই ভাল আছেন বর্ষীয়ান সাহিত্যিক, এমনটাই দাবি চিকিৎসকদের।