২০১৭ সালের ৩ নভেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি৷ আর তার ঠিক সাড়ে তিন বছরের মাথায় সপুত্র ফের পুরনো ঘরেই ফিরছেন মুকুল রায়৷ বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পরেও গেরুয়া শিবির ত্যাগ করছেন তিনি৷ শুধু তাই নয়, রাজনৈতিক মহলের ধারণা ছিল নারদার মতো মামলায় নাম জড়িত থাকায় হয়তো বিজেপি ত্যাগ করা সহজ হবে না মুকুলের৷ যদিও পোড়খাওয়া রাজনীতিক মুকুল সেই সমস্ত অঙ্ককে নস্যাৎ করে দিয়ে রাজনীতিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন৷
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুকুল-পুত্র শুভ্রাংশু রায় আক্ষেপ করে বলেছিলেন, ‘এই যে বাবার কোভিড হয়েছে, দলের কেউ খোঁজ নিয়েছে? বলা হয় দল একটা পরিবার। এই তার নমূনা। আমার মা হাসপাতালে এক পক্ষ কালের বেশি চিকিৎসাধীন। কেউ কোনও খোঁজ নেননি!’ কিন্তু আজ মুকুল তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন, এই খবর সংবাদ মাধ্যম প্রকাশের পরই ছবিটা রাতারাতি বদলে যায়। প্রথমেই রাজ্য বিজেপির এক নেতা মুকুলের আপ্তসহায়ককে ফোন করেন। কিন্তু তিনি ফোন ধরেননি। এরপর বারবার ফোন করেন কৈলাস বিজয়বর্গীও। কিন্তু সেই তাঁর ফোনও ধরেননি মুকুল।