করোনা মোকাবিলায় চরম ব্যর্থতা, নারীদের নিরাপত্তা না দিতে পারা, নানান কারণেই তাঁকে নিয়ে দলের অন্দরে তুমুল অসন্তোষ। সদ্য পঞ্চায়েত নির্বাচনে হার। এতকিছু সত্ত্বেও আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতা ধরে রাখতে যোগী আদিত্যনাথের উপরই বাজি ধরছে বিজেপি। এমনটাই খবর গেরুয়াশিবির সূত্রে। তবে, করোনা পরিস্থিতিতে যোগীর ভাবমূর্তিতে যে আঘাত লেগেছে তা মেরামত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ প্রাক্তন এক আমলাকে উত্তরপ্রদেশে পাঠাতে পারে বিজেপি।
কোভিড-মোকাবিলা নিয়ে গত কয়েকমাসে বিরোধীদের প্রশ্নবাণে বিদ্ধ যোগী আদিত্যনাথ। কখনও উত্তরপ্রদেশের গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা যাচ্ছে, আবার কখনও দেখা যাচ্ছে গঙ্গার ধারে মৃতদেহের সার। হাসপাতালে অক্সিজেনের সংকট। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর অভাব। সব মিলিয়ে বিগত কয়েক মাস নিদারুণ সংকটের মধ্যে কেটেছে উত্তরপ্রদেশবাসীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যোগী আদিত্যনাথের প্রশাসনিক দক্ষতা নিয়ে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছে গেরুয়াশিবিরের দিল্লীর নেতাদের। এমনকী আরএসএসের তরফেও যোগীর কাজের খোঁজ খবর নেওয়া হয়। দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন শীর্ষ নেতারা। এমনও জল্পনা চলতে থাকে, কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রের রোষে পড়তে পারেন যোগী। তবে, সেসব জল্পনা উড়িয়ে যোগীর উপরই ভরসা রাখতে চলেছে গেরুয়া শিবির। তিনি যে শুধু মুখ্যমন্ত্রী থাকছেন তাই নয়, আগামী বছর বিধানসভা ভোটেও তাঁর নেতৃত্বেই লড়বে বিজেপি। এমন খবর প্রকাশ্যে আসার পর ইযিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে নেটমাধ্যমে।