ভোটে ভরাডুবির পর বিজেপির বহু কর্মীই ঘরছাড়া। তাঁদের বাড়ি ফেরানোর কোনও উদ্যোগ না নেওয়ায় নিয়ে যখন দলের অন্দরেই নেতাদের দিকে আঙুল উঠছে, তখন এগিয়ে এল খোদ রাজ্যের শাসক দল। তৃণমূলের পক্ষ থেকে ঘরছাড়াদের বাড়ি ফেরানোর চেষ্টা করা হবে বলেই টুইটে জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার একটি টুইট করেন তথাগত রায়। যেখানে ‘কেএসএ’ এবং ‘ডি’ বলে কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন ‘কে’ বলতে কৈলাস বিজয়বর্গীয়। ‘এস’ বলতে শিবপ্রকাশ এবং ‘এ’ বলতে অরবিন্দ মেননকে বোঝাতে চেয়েছেন তিনি। এছাড়া টুইটে উল্লেখিত ‘ডি’ বলতে দিলীপ ঘোষের কথাই বোঝাতে চেয়েছেন বিজেপি নেতা।
তাঁরা কেউই ঘরছাড়া দলীয় কর্মীদের দিকে নজর দিচ্ছেন না বলেই অভিযোগ তথাগত রায়ের। বিজেপি নেতার এই টুইটের পরিপ্রেক্ষিতেই রাজনৈতিক সৌজন্যের নজির গড়েন চন্দ্রিমা। পালটা টুইটে ‘স্যার’ সম্বোধন করে ঘরে ফেরানোর জন্য ঘরছাড়াদের বিস্তারিত তথ্য চান তিনি। যাঁরা এ কাজে জড়িত তাঁদের শাস্তির বন্দোবস্ত করা হবে বলেও উল্লেখ করেছেন চন্দ্রিমা।