বার্নপুরে ইসকোর কারখানায় গ্যাস লিক করে ২ শ্রমিকের মৃত্যু হওয়ায় এবার মৃতদের পরিবারের আর্থিক সাহায্য দিতে এগিয়ে এল রাজ্য। ওই দুই পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি তিনি আশ্বাস দেন, ‘এই দুর্ঘটনার খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করেছেন। পরিবারের পাশে থাকার জন্য যা যা করণীয়, তা করার নির্দেশ দিয়েছেন’।
স্থানীয় সূত্রে খবর, রাজ্যে যখন কার্যত লকডাউন চলছে, তখন বার্নপুর শিল্পাঞ্চলের কারখানাগুলিতে কাজ চলছে স্বাভাবিক নিয়মেই। গতকাল বিকেলে বার্নপুরের ইসকো কারখানায় ব্যাটারি ইউনিটে তখন কাজ করছিলেন সুমন বিশ্বাস ও বাবন সরকার। দু’জনেই অস্থায়ী শ্রমিক। আচমকাই বিষাক্ত গ্যাস লিক করতে শুরু করে। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে, ওই ২ শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বানপুরের ইসকো হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। এবার তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করল মমতা সরকার।