জনগণের উদ্বেগ বাড়িয়ে ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ২৩ পয়সা বেড়ে পেট্রলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৩ টাকা ৭২ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে লিটারে ৩০ পয়সা। ফলে আজ তার নতুন দাম হয়েছে লিটার প্রতি ৮৭ টাকা ৪৬ পয়সা।
পাশাপাশি এদিন রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৯৩ টাকা ৬৮ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ৮৪.৬১, মুম্বইয়ে পেট্রল হয়েছে লিটারে ৯৯ টাকা ৯৪ পয়সা ও ডিজেল লিটারে ৯১ টাকা ৮৭ পয়সা। চেন্নাইয়ে পেট্রল লিটার প্রতি ৯৫ টাকা ২৮ পয়সা এবং ডিজেল ৮৯ টাকা ৩৯ পয়সা। পেট্রল-ডিজেলের দাম বাড়ায় মূল্যবৃদ্ধি হচ্ছে সব নিত্যাবশ্যিক পণ্যের, খাবারদাবারেরও। বাজারে গিয়ে বেশি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। স্বাভাবিকভাবেই বাড়ছে চিন্তা।