আগামী শুক্রবার দুই মন্ত্রী-সহ পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ১২ জন বিধায়ক শপথ নেবেন। বিধানসভার সচিবালয় থেকে ওই বিধায়কদের সঙ্গে যোগাযোগ করে শপথগ্রহণের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রাজ্যের দুই মন্ত্রীও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ শুক্রবার শপথ নিতে পারেন। দুই মন্ত্রীই করোনা সংক্রমণের কারণে বিধানসভা শপথগ্রহণের দিন হাজির হতে পারেননি।
প্রসঙ্গত, ব্রাত্য-রথীন উভয় মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন ভার্চুয়ালি। এ ছাড়াও ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রও কোভিড পজিটিভ হওয়ায় শপথ নিতে পারেননি। যোগাযোগের অসুবিধার কারণে শপথ নিতে পারেননি তৃণমূলে প্রতীকে জেতা নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান, রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার ও জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ বর্মা।